প্রকাশিত: Wed, Dec 21, 2022 4:17 AM
আপডেট: Wed, Jul 2, 2025 2:38 AM

লিওনেল মেসিকে পরিসংখ্যান কখনো খাটো করতে পারবে না

ফরহাদ টিটো

আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বর ম্যারাডোনার আকাশছোঁয়া কৃতিত্বও প্রায়ই ম্লান হয়ে যায়, কম লাগে এই প্রজন্মের মেসি-ভক্তদের কাছে। তাতে কষ্ট পায় ম্যারাডোনার খেলা দেখে বড় হয়ে বৃদ্ধ হয়ে ওঠা প্রজন্ম। ম্যারাডোনা আর্জেন্টিনার ঈশ্বর-১ হলে মেসি ঈশ্বর-২। একসময়, আজ থেকে বিশ-তিরিশ বছর পর হয়তো আরো কোনো ফুটবল গডের উত্থান হবে আর্জেন্টিনায়। তখন সেই প্রজন্মের দর্শকদের চোখে, সেই খেলোয়াড়ের ভক্তদের আবেগে মেসিও হয়ে পড়বেন প্রায় ম্লান একজন। তাকে সেরা মানতে কষ্ট হবে অনেকের। 

সময় এমনই এক নিষ্ঠুর বিচারক। পুরনোকে ঝাপসা করে দেয়, নতুনকে জ্বেলে রাখে। তবে লিওনেল মেসিকে পরিসংখ্যান কখনো খাটো করতে পারবে না। কতোগুলো ব্যালন ডি অর কতোগুলো সোনার বুট, বল আর ট্রফি জিতেছেন তিনি একজীবনে সেই সংখ্যা অমরই থাকবে। ইতিহাস কতো কিছু পারে, ঘোলা করে দিতে পারে স্মৃতিকে,  ছবিকে। বদলে দিতে পারে না পরিসংখ্যান আর প্রাপ্তির পরিমাণকে। ফেসবুক থেকে